২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : আম আঁটির ভেঁপু
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : আম আঁটির ভেঁপু’ থেকে ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। অপু ও দুর্গা কেমন পরিবারের শিশু?
ক) সঙ্কটাপন্ন পরিবারের
খ) নিম্নবিত্ত পরিবারের
গ) হতদরিদ্র ছিন্নমূল পরিবারের
ঘ) ছিন্নমূল পরিবারের
২। হরিহর কয় মাস অন্তর বেতন পায়?
ক) চার-পাঁচ মাস
খ) তিন-চার মাস
গ) এক-দুই মাস
ঘ) দুই-তিন মাস
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মিনা নৌকায় চড়ে বাড়ির দিকে রওনা হয়। যেতে যেতে খাল ঘেঁষে হরেক রকম গাছ দেখে চোখ সরাতে পারে না। তার মধ্যে কোনোটি চেনে আবার কোনোটি চেনে না। তাই প্রশ্ন করে করে বাবাকে বিরক্ত করে। বাবার কণ্ঠে বিরক্তির সুর ‘এই জন্যই তোদের গ্রামের বাড়িতে নিয়ে আসি না।’
৩। উদ্দীপকের মিনার আচরণে ফুটে ওঠা দিক কোন রচনার উপজীব্য?
ক) নিমগাছ
খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
গ) অভাগীর স্বর্গ
ঘ) আম আঁটির ভেঁপু
৪। উক্ত দিক/দিকগুলো হলো-
i) অবজ্ঞা
ii) বিস্ময়
iii) কৌতূহল
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৫। ‘তুই অতগুলো খাবি দিদি?’ এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে?
ক) দুর্গা অনেক বেশি খাচ্ছে
খ) দুর্গা তাকে কম দিয়েছে
গ) অপুর মনে খাবার ইচ্ছা তীব্র
ঘ) অপু নিজেকে বঞ্চিত ভেবেছে
৬। স্বর্ণ গোয়ালিনী আসায় কোন কথা চাপা পড়ে গেল?
ক) দুর্গার বাইরে যাওয়ার কথা
খ) অপুর আম খাওয়ার কথা
গ) সর্বজয়ার ক্ষার কাচার কথা
ঘ) বাড়ির কাঁঠালতলার কথা
৭। হরিহর সর্বজয়াকে কেন মাতবর লোকটির জাতের কথা প্রকাশ করতে নিষেধ করলেন?
ক) লোকটি অন্য জাতের তাই
খ) লোকটির জাত নেই তাই
গ) লোকটি নীচু জাতের তাই
ঘ) হরিহর সঙ্কীর্ণ মনের তাই
উত্তর : ১.খ, ২.ঘ, ৩.ঘ, ৪.খ, ৫.খ, ৬.ক, ৭.গ।


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল